ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২৬ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন যথা সময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক, অসাংবিধানিক সরকারের কারণে পৃথিবীর অনেক দেশে ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবন যাপন করছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ নব নির্মিত ফায়ার ষ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেনি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মাঈন উদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে। বিরাজনৈতিক করার চেষ্টা করেছেন। আমরা এ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি