ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিশু বিক্রির টাকায় ভাগ বসানোয় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২৯ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের চৌগাছায় মামলার ভয় দেখিয়ে শিশু বিক্রির টাকায় ভাগ বসানোর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আন্দুলিয়া গ্রামের এক গৃহবধূ গত ২৫ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেন। ২ অক্টোবর পাশের টেঙ্গুরপুর গ্রামের মুকুল খানের কাছে ৭০ হাজার টাকায় শিশুকে বিক্রি করে দেন।

মামলার ভয় দেখিয়ে ওই টাকায় ভাগ বসায় চৌগাছা থানা পুলিশের এসআই শামীম হোসেন ও সৈয়দ আশিকুর রহমান। 

এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি