ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ৩০ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন কৃষক আহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) বিকালে নিজের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নুরুল আলম (৬০) উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামের রমজান আলীর ছেলে। আহতরা হলেন, মো. শাহজাহান (৬০),  মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)।

স্থানীয়রা ও জনপ্রতিনিধি জানান, রোববার ক্ষেতে কাজ করার সময় এক ঝাঁক উড়ন্ত মৌমাছির কবলে পড়েন এ চার কৃষক। একসঙ্গে কয়েকশ’ মৌমাছি নুরুল আলমকে কামড় দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এসময় আহত তিন কৃষককে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ নূরী বলেন, মাঠে কাজ করার সময় হঠাৎ একঝাঁক মৌমাছির কামড়ে কৃষক নুরুল আলমের মৃত্যু হয়েছে। এসময় আরও তিন কৃষক আহত হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি