ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ৪ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ৩০ অক্টোবর ২০২৩ | আপডেট: ১১:৫৬, ৩০ অক্টোবর ২০২৩

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বিজন (২৬) নামের এক ইজিবাইক চালকের নিখোঁজ হওয়ার চারদিন পর অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দিনগত রাত সাড়ে দশটার দিকে প্রত্যক্ষদর্শীরা খবর দিলে মুজিবনগর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ।

বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, গেল বৃহস্পতিবার বিকালে বিজনের ইজিবাইকটি কয়েকজন ব্যক্তি ভাড়া করে চুয়াডাঙ্গা নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। একদিন পর পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়। ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও তখন বিজনের কোন সন্ধান মেলেনি। 

পরে ওই মাঠ থেকেই বিজনের লাশ উদ্ধার করে পুলিশ।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম বলেন, অভিযোগের পর অটোচালক বিজনের ফোন বন্ধ ছিল। তবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তে অনেকটা অগ্রসর হয়েছি। অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি