ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোষাক শ্রমিকদের সংঘর্ষ, আহত ২২

সাভার প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৫, ৩০ অক্টোবর ২০২৩

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে দফায় দফায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন তৈরি পোষাক কারখানার শ্রমিকেরা। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে সিকিউরিটি গার্ডসহ প্রায় ২২ শ্রমিক। 
 
সড়কের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বিভিন্ন তৈরি পোষাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে অপেক্ষা করতে থাকেন। সকাল ৮টার দিকে নূন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন কারখানার প্রায় ৩-৪ হাজার শ্রমিক আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন। 

পরে তারা সড়কে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় ওই এলাকায় আগে থেকে মোতায়েন করা পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলেন। শ্রমিকরা সরে যেতে অস্বীকৃতি জানান। বাগবিতন্ডার একপর্যায়ে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। 

এরপর শ্রমিকেরা সড়ক থেকে সরে যায়। সকাল ১০টার দিকে শ্রমিকরা আবারও একই দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এসময় পুলিশ আবারো টিয়াসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বেলা ১১টার দিকে ওই এলাকায় পুনরায় শ্রমিকরা সড়কে এসে বিক্ষোভ শুরু করলে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ-১ এর নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সকাল থেকে জামগড়া এলাকায় শিল্প পুলিশ ও আশুলিয়া থাকা পুলিশের আনুমানিক ৩০টি দল কাজ করছেন। শ্রমিকরা তাদের নূন্যতম মুজুরি ২৩ হাজার টাকা করা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়। তবে তারা শুনলে টিয়ারসেল নিক্ষেপ করে রাস্তা ফাঁকা করে দেয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি। সড়কে যানচলাচল যেন স্বাভাবিক থাকে সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি