ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপির সমাবেশের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন জেলার গণমাধ্যমকর্মীরা।

সোমবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জে সাংবাদিক নেতারা বলেন, রাজনৈতিক দলের কর্মসূচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এমন ন্যাক্কারজনক আচরণকাম্য নয়। হামলার সাথে জড়িতদের অবিলম্বে সনাক্ত করে শাস্তির দাবি করেন বক্তারা। মানববন্ধন করেছেন জামালপুরের গণমাধ্যমকর্মীরাও।
 

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি