ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ৩১ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে।

এ ঘটনায় আরেও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন হৃদয় (১৮), সাইফ (১৯) ও নাদিম (২১)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন জানান, নিহত রোহান তার বন্ধুকে নিয়ে সন্ধ্যার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে ঘুরতে যান। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের চারজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে রোহানকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

আহতরা হাসপাতালে ভর্তি আছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি