ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ভোলায় নাগরিক আন্দোলন কমিটির ঘেরাও কর্মসূচি পুলিশী বাঁধায় পণ্ড

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৩১ অক্টোবর ২০২৩

ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানাসহ দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি পুলিশী বাঁধায় পণ্ড হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে এ কর্মসূচি আহ্বান করা হয়।

এর আগে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চে আয়োজিত জনসভায় ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী ,সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীসহ আরও অনেকে। এ সময় বক্তারা ভোলার গ্যাস ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চলে গৃহস্থালিতে গ্যাসের সংযোগ তার পাশাপাশি গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার দাবি জানান। 

এছাড়াও ২৮ বছর ধরে ভোলাসহ দক্ষিণাঞ্চলকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দেশ্যে ইন্ট্রাকোর সাথে করা চুক্তি অপচুক্তি বাতিলের দাবি জানান।

এদিকে মহাসমাবেশ শেষে আন্দোলনকারীরা ভোলার ব্যাপারী বাজার এলাকায় নবনির্মিত ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও এর উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের কিছু সময় কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। 

পরে আন্দোলনকারীরা আগামী নভেম্বর মাসের মধ্যে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিল না হলে ডিসেম্বর মাসে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে আল্টিমেটাম দেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি