ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খোকসায় নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন ও সার বীজ বিতরণ

রঞ্জন ভৌমিক 

প্রকাশিত : ১৮:৪৫, ৩১ অক্টোবর ২০২৩

দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে জামাত-বিএনপির হরতাল নৈরাজ্য করছে। আগামী নির্বাচন বানচাল করতে বিএনপি-জামাতের হরতাল অবরোধ জাতি মানে না। সরকারের এ সকল উন্নয়নে আগামীতে সাধারণ জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করবে। 

দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ এ কথা বলেন।  উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতারের সভাপতিত্বে নতুন ভবন ও অডিটরিয়াম উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক , কৃষি অফিসার সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোস্তফা হাবিবুল্লাহ। 

উপজেলা এলজিইডি (অতিরিক্ত দায়িত্ব)  কর্মকর্তা জহুরুল ইসলামের স্বাগত বক্তব্য মধ্য দিয়ে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে উপজেলা সাধারণ মানুষের সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৯- ২০ অর্থবছরের অর্থায়নে ৫ কোটি ৯৭ লক্ষ কিরে ৮০ হাজার ৩৪২ টাকা দেয় চারতালা নতুন প্রশাসনিক ভবন ও নতুন অডিটরিয়াম নির্মাণ করা হয়। 

পরে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে  ২০২৩-২৪ অর্থবছরের সাড়ে ৫'শত কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, মুগ ডাল বীজ, মসুর মাষ কলাই ভুট্টা ও অন্যান্য বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।  উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শত কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি