ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১ নভেম্বর ২০২৩

কলারোয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে চারু বালা (৬৫) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল ১১টার দিকে সে নিজ ঘরের লোহার দরজা খোলার সময় বিদ্যুতের তারে স্পর্শে হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে কলারোয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

নিহত উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের স্ত্রী। 

চারু বালার ছেলে রাম প্রসাদ বিশ্বাস জানান, বাড়ির বারান্দায় থাকা লোহার দরজা খুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে আহত হয় সে। 

এবিষয়ে কলারোয়া হাসপাতালের চিকিৎসক হুমায়ুন রশীদ জানান, মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল।  আমরা হাসপাতাল থেকে থানা পুলিশকে জানিয়েছি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি