ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ককটেল হামলায় আ.লীগের ২ নেতা আহত 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ৩ নভেম্বর ২০২৩

নওগাঁর রাণীনগরে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরর রেলগেট-ঝিনা আঞ্চলিক সড়কের বিষ্ণুপুর ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন নেতাকর্মী। আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার ও যুবলীগের সদস্য জুয়েল রানা।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, রাতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ওই মুহুর্তে তাঁদেরকে লক্ষ করে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। বিস্ফোরিত ককটেলের শব্দে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন জয়নাল ও জুয়েল। ওই মুহুর্তে তাঁরা দুজনেই আহত হয়। এদের মধ্যে জয়নালের শরীরে ককটেল বিস্ফোরণের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিলো। এদের মধ্যে জুয়েলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে জয়নালের অবস্থ্যা গুরুত্বর হওয়ায় সে এখনো চিকিৎসাধীন রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি পুলিশ ক্ষতিয়ে দেখছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি