ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্যটক শূন্য কুয়াকাটা, লোকসানে ব্যবসায়ীরা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে পর্যটক শূন্য রয়েছে কুয়াকাটা। ফলে পর্যটন মওসুম শুরু হলেও লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

রোববার সকাল থেকে সৈকতের কোথাও র্পটকদের দেখা মিলেনি, ফাঁকা পড়ে আছে ছাতা-বেঞ্চ।

অলস সময় কাটাচ্ছেন ফটোগ্রাফার, স্পিড বোড চালক, আচার ব্যবসায়ী, কসমেটিক্স ব্যবসায়ী ও শুটকি ব্যবসায়ীরা।

হোটেল-মোটেলে বুকিং না থাকায় ২ শতাধিক কর্মচারী বসে সময় পার করছেন। এতে বড় লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

এদিকে সকাল থেকে বরিশালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে অধিকাংশ দূরপাল্লার বাস। তবে কুয়াকাটা বাস টার্মিনাল ও সৈকতের গুরুত্বপূর্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশের সদস্যরা।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি