ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

গাজীপুরে দুটি বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:৪৩, ৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি বাসের অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, ভোরে গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

সড়ক-মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। বিপনী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ,চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি