ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লাশের চাদরে ঢেকে মাদক পাচার, অ্যাম্বুলেন্স জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ৭ নভেম্বর ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫০ পিস ফেন্সিডিল ও  ১৮ কেজি গাজা উদ্ধার করেছে থানা পুলিশ।  এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

সোমবার (৬ নভেম্বর) রাতে উপজেলা সদরের ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে এসব মাদক উদ্ধার করা হয়।

আটককৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।

পুলিশ জানায়, মাদকবাহী ওই অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এসময় ফুলবাড়ী থানা পুলিশের টহলদলের জীপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে ফুলবাড়ী বাজারের দিকে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি রেখে পালিয়ে যায় চালক। এসময় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এসব মাদক সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে রাখা ছিল।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত পলাতক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত অপরাধী শনাক্তে তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি