ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে গাড়ি চাপায় এক নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৭ নভেম্বর ২০২৩

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক নারী (৪৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে পূর্ব শুল্লকিয়া গ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, সকালে সড়কের ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজন বলছেন, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। বেশির ভাগ সময় সড়কের পাশে শুয়ে থাকতেন তিনি। এতে বুঝা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সকালে কোন একসময় দ্রুত গতির কোনো গাড়ি তাকে চাপা দিলে তিনি নিহত হন বলে ধারণা করা হচ্ছে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি