ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ৮ নভেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে পণ্যবাহী ট্রাক ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন চৌকিদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার খাসেরহাট এলাকার রামচন্দ্রপুর গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মোটরসাইকেলের ব্যবহৃত যাবতীয় জিনিসপত্রের ব্যবসায়ী ছিলেন। তিনি শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের নুরুল চৌকিদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মস্তফাপুর ও ভূরঘাটা থেকে দোকানের মালামাল কিনে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী দেলোয়ার। খাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন রুবেল হোসেন জানান, দেলোয়ার তার ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে বের হলে দুর্ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই মিঠু ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেলোয়ার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি