ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খোকসায় উপকারভোগীদের সাথে এমপির মত বিনিময় সভা 

রঞ্জন ভৌমিক

প্রকাশিত : ১৯:৪২, ৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ শেখ হাসিনার দেশ। অতএব আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে  আপনার পরিবারবর্গকে ঐক্যবদ্ধ করবেন।

 হাসিনা সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধাসহ প্রায় ৫২ প্রকার ভাতা প্রদানের আওতায় কোটি কোটি টাকা উপকারভোগীদের ঘরে পৌছে দিচ্ছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে খোকসা উপজেলার পাইলট মাঠে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এ কথা বলেন ।

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,খোকসা উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার,  ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার রুবী আক্তার সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান ও চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি