ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই নাম্বার সিএন্ডবি বাজার এলাকায় একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার রাত ২টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

এদিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। সকালে কর্মজীবী মানুষদের যার যার কর্মস্থলে যেতে দেখা গেছে।

মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। রয়েছে বিজিবির টহলও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি