ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্ত্রীকে হত্যা পর থানায় আত্মসমর্পণ স্বামীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫১, ৯ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাবেয়া (৩০)কে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী নাজমুল হুদা (৩৬)।

বুধবার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে।  

এলাকাবাসী জানায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছোড়া দিয়ে নাজমুল তার স্ত্রীর বুকে আঘাত করে। এ সময় রাবেয়া খাতুনের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বামী নাজমুল হুদা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম বলেন, তাদের পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। আত্মসমর্পণকারী স্বামী নাজমুল হুদা থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি