ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সহিংসতা করায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৭:২৬, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের ভোটার ও মানুষ সহিংসতা ও রক্তপাত পছন্দ করে না। এদেশের মানুষ জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেটা তাদের বিষয়। বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে।

আজ বৃহস্পতিবার নাটোরের নব নির্মিত পাসপোর্ট অফিস উদ্বোধন
শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নারায়নগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, সুরক্ষা সেবা
বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৪ টায় শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদান করেন তারা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি