ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভান্ডারিয়া আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ৯ নভেম্বর ২০২৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি, জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ করেন ।

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের নেতেৃত্বে একটি শান্তি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ডে পথ সভায় বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান সহ আরো অনেকে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি