ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালুকায় সরকারি ভাতা সুবিধাভোগীদের মিলন মেলা

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০১, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকায় সরকারিভাবে বিভিন্ন ভাতার আওতায় উপকার ভোগীদের নিয়ে ব্যতিক্রমি এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ও ভালুকা উন্নয়নের রুপকার আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এই মেলার অয়োজন করেন।

ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মিলন মেলায় উপজেলার প্রত্যান্ত অঞ্চলের কয়েক হাজার উপকার ভোগী অংশ নেয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মিলন মেলায় হতদরিদ্র পরিবারের অসহায় নারী পুরুষের অংশ গ্রহণ ছিলো চোখে পড়ার মতো । তারা শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডের তথ্য উপস্থাপন করে স্থানীয় সংসদ সদস্য, আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তরুণ এই রাজনীতিক নেতা তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার, গরীব দুঃখী ও অসহায় মানুষের সরকার, জনত্রেী শেখ হাসিনার সৎ ইচ্ছায় বাংলার ঘরে-ঘরে অসহায় মানুষের ভাগ্য বদল হচ্ছে, তাই এই সরকারকে, শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সকল সুবিধা ভোগীদের কাজ করতে হবে, নৌকায় ভোট দিতে হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি