ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্যারান্টি দিচ্ছি সবার অংশগ্রহণে সঠিক সময়ে নির্বাচন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ১০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কে কি করতেছে তা জানার দরকার নেই। দেশে নির্বাচন হবে। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি সঠিক সময়েই নির্বাচন হবে। এক সেকেন্ড এদিকে-সেদিক হবে না। আল্টিমেটলি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া কোনো গতি নেই বলে মন্তব্য করে তিনি।

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তার নিজ সংসদীয় এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার সাজনু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ স্থানীয়রা।

শামীম ওসমান বলেন, খুব শিগগিরই বাবা-মার কবর জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করবেন। ভবিষ্যতে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী করেন আর আমি যদি নির্বাচনে দাঁড়াই এবং যদি বেঁচে থাকি তাহলেই ছোটখাটো কাজ নিয়ে আমি চিন্তা করি না। 

তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে যে রূপে সাজানো চেষ্টা করছি, আমার সব কাজ হয়ে গেছে। আমি যদি কয়েক বছর বেঁচে থাকতে পারি তাহলে হসপিটাল, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে সেই সময় নারায়ণগঞ্জের মানুষকে ঢাকা আর যেতে হবে না বলে জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি