ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে মোটর শোভাযাত্রা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ১২ নভেম্বর ২০২৩

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা করা হয়েছে।

শনিবার (১১নভেম্বর) সকালে যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে কচুয়া উপজেলার চার রাস্তার মোড় থেকে রোড শো বের করা হয়। 

সহাস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট, গজালিয়া, গোপালপুরসহ ৭টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করে বাধাল বাজার হয়ে মোটর শোভাযাত্রাটি সাইনবোর্ড এলাকায় এসে সবশেষ পথসভায় মিলিত হয়।

পথ সভায় বক্তব্যে দেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিষ্ণু দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আকতার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ আরও অনেকে।

বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে স্বতঃস্ফূর্তভাবে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার আহবান জানান মেহেদী হাসান বাবু।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি