ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ১৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লা নাঙ্গলকোটে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। 

নিহত ঝর্ণা আক্তার (২৮) নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রব (৪৫)। 

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে আব্দুর রব তার স্ত্রী ঝর্ণা আক্তারের সcqgo যৌতুকের টাকা দেওয়া নিয়ে ঝগড়াঝাটি হয়। এক পযায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। যৌতুকের দাবিতে  স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন স্বামী। 

তাদের ১০ বছরের সংসারে ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি