ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় মিধিলি: সন্দ্বীপে গাছের ডাল ভেঙে বৃদ্ধের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ২০:৫৫, ১৭ নভেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব (৭১)। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্তি মারা যান। এছাড়া পুরো উপজেলায় কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি