ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঘরে লাগা আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ১৮ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময়ে বাড়ির মালিক সমসের আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার মান্দা উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ দুর্ঘনটনা ঘটে।

ভূমিহীন সমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত. সুবিদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রান্নার ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের আলী ঘটনাস্থলেই মারা যান।

তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রীসহ গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার ২ ছেলেমেয়ে অন্যত্র বসবাস করতেন।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে এই  আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি