ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলাপাড়ায় বাসের ধাক্কায় তরুণের মৃত্যু

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ১৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কলাপাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফখরুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে শেখ কামাল সেতুর উপরে এ ঘটনা ঘটে। 

পরে পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফখরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্রের সূত্রধরে ঠিকানা পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কিভাবে দুর্ঘটনায় পতিত হলেন তা জানা যায়নি। 

মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি