ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৫, ১৯ নভেম্বর ২০২৩

জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৮নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারকি এলাকা থেকে খালি একটি পিকআপ দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় পৌছামাত্রই কয়েকজন যুবক পিকআপ ভ্যানটিকে গতিরোধ করে আগুন দেয়। পরে তারা পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, বাইপাস সড়কে একটি পিকভ্যানে আগুন দেয় কয়েকজন যুবক। পুলিশের ধারণা, বিএনপির নেতাকর্মীরা এই কাজ করে থাকতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি