ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বেড়াতে এসে ঝড়ে কবলে পড়ে নারী নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:৪৫, ১৯ নভেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে এসে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে শাহনাজ বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েত নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলিপুর গ্রামের সোবহান মৃধার স্ত্রী।

জানা যায়,কয়েকদিন আগে কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন শাহনাজ বেগম। শুক্রবার ঘূর্ণিঝড়ের সময় ঐ বসত ঘরের উপরে একটি গাছ ভেঙ্গে পড়ে। এসময় ঘরের ভেতরে থাকা শাহনাজ বেগম (৫৫) নিহত হন।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহত শাহনাজ বেগমের মেয়ে জামাই আবুল কালাম জানান, ঝড়ে আমার বসত ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে পড়ে। এসময় ঘরে থাকা আমার শাশুড়ি গাছের নিচে চাপা পড়ে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ঝড়ে ঘরের উপরে গাছ পড়ে একজনের নিহতের খবর পেয়ে সেখানে ছুটে যাই। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ঝড়ে একজনের নিহতের খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার ভয়াবহ ঘূর্ণিঝড় মিধিলি উপকূলবর্তী এলাকাসহ বিভিন্ন জেলায় আঘাত হানে। এতে বিভিন্ন এলাকার কয়েক সহস্রাধিক গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড়ে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত আবুল কালাম হাওলাদারকে এ অনুদান প্রদান করা হয়। মাদারীপুর  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের নির্দেশনায় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ কায়েসুর রহমান,পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়ামুল আকন, ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গ্রামবাসী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি