ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে নবাগত পুলিশ সুপারের যোগদান

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নড়াইলে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মেহেদী হাসান।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদায়ী পুলিশ সুপার সাদিরা খাতুন।  

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

মেহেদী হাসান কুষ্টিয়ার ভেড়ামারা থানার সন্তান। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশবাহিনীতে যোগদান করেন। সহকারী পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলে চাকরি জীবন শুরু করেন। এরপর ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সেও দায়িত্ব পালন করেন মেহেদী হাসান।  

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কঙ্গোতেও দায়িত্ব পালন করেন পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান।  

শিক্ষা জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ‘ডিপ্লোমা অব হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড’ ডিগ্রি অর্জন করেছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি