ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কারামুক্ত হলেন জবি শিক্ষার্থী খাদিজা 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ২০ নভেম্বর ২০২৩ | আপডেট: ১১:২৩, ২০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। দীর্ঘ প্রায় ১৫ মাস পর জামিনে মুক্তি পেলেন তিনি।

সোমবার সকাল ৯টার দিকে তিনি মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহজাহান। 

এর আগে রোববার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে আজ সকাল ৯টার দিকে তাকে জামিন মুক্তি দেয়া হয়। 

এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন খাদিজার বোন।

এরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পরিবারের সদস্যদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন খাদিজা। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন সিরাজুম মুনিরা। আজ সোমবার থেকে খাদিজার ২য় সেমিস্টারের পরীক্ষা শুরু।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজার হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন।

খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। 

ওই মামলায় গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ। সে সময় থেকে তিনি কারাগারে ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি