ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ২১ নভেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহসিন আলী নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের সাদা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাসিন আলী (৪০) আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের চকহারদি গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহসিন ভ্যান নিয়ে সাদা ব্রিজের অদূরে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া অভিমুখী কাঠ বোঝাই (ঢাকা মেট্রো-ট-১৮-৫৮৮৭) ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয় মহসিন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

এরপর বিক্ষুদ্ধ জনতা ওই ট্রাকটি আটক করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি ও ভ্যানচালকের মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি