ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভোলায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবক নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ২১ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:২০, ২১ নভেম্বর ২০২৩

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মনির বয়াতি নামে এক যুবককের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় ফিরোজ নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে সোমবার রাত ৩টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন। 

এসময় তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতি মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত মো ফিরোজকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুরো ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে। এতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি