ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

৯ ঘন্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২১ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৪৬, ২১ নভেম্বর ২০২৩

দীর্ঘ ৯ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে লাইনচ্যুত রংপুর এক্সপ্রেসের বগি।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। 

পরে ম্যনুয়ালী লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দুইটায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সড়িয়ে নেওয়া হয়। 

এর আগে ভোর পৌনে পাঁচ টার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। দুপুর দুইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি অপসারণ করা হয়েছে। 

উদ্ধার কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে ৯ ঘন্টা পর এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি