ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ২২ নভেম্বর ২০২৩

সাতক্ষীরা কলারোয়ায় ইটভাঙ্গা গাড়ির নিচে চাপা পড়ে চালক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। 

বুধবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার খাদ্য গুদাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক শাবুর আলী (৪০) যশোর জেলার শার্শা উপজেলার দাউদখালী এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত শ্রমিক ওবায়দুর রহমান (২৮)সহ ৩জন চিকিৎসাধীন রয়েছে। 

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলারোয়া খাদ্য গুদাম মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙ্গার গাড়িটি উল্টে যায়। এতে  চালক শাবুর গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং গাড়িতে থাকা অপর শ্রমিক ওবায়দুর রহমান সহ ৩ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যানটি জব্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি