ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ,যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ২৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ পৈরতলা থেকে পুনিয়াউটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে ফখরুল নামে এক যাত্রী আহত হন। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। 

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনি এক্সপ্রেস সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করছিল। ট্রেনটি দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকার মাঝামাঝি আসলে কয়েকজন যুবক এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। 

এতে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় পাথরের আঘাতে একজন যাত্রী আহত হন। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বলেন, কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় স্টপেজ নেই। ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়ায় শুধু আশুগঞ্জ ও আখাউড়ার আযমপুর স্টেশনে স্টপেজ আছে। পাথর নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি