ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ২৩ নভেম্বর ২০২৩

গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় মালামাল ভর্তি দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান , ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি