ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে রেলের টিকিট বিক্রি শুরু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৮, ২৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারে নতুন নির্মিত রেল স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় রেল চলাচল শুরু হচ্ছে। 

আজ বৃহস্পতিবার সকালে ১ ডিসেম্বরের কক্সবাজার এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেনের দুই শ্রেণীর টিকিট বিক্রি হয়।

কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানিয়েছেন, আজ সকাল থেকে আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের জন্য দুটি শ্রেণীর টিকিট বিক্রি শুরু হয়েছে। আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে কক্সবাজার চট্টগ্রাম ও ঢাকার পথে চলাচল শুরু করবে। 

তিনি জানান, প্রথম দিন কক্সবাজার এক্সপ্রেসে শোভন চেয়ার ৫০০ টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা ৯৬১ টাকা কক্সবাজার আইকনিক রেল স্টেশনের কাউন্টার থেকে সরাসরি টিকিট বিক্রি করার পাশাপাশি অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার টিকিট বিক্রি হয়েছে আগামী ১ ২ ও ৩ ডিসেম্বর তারিখে যারা কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকা যাবেন তাদের। সেই সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার আসবেন তাদের টিকিটও বিক্রি করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কক্সবাজার থেকে ঢাকা রেলপথে রেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি