ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চালকের চোখে ঘুম, লরি চাপায় প্রাণ গেল ৩ শ্রমিকের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ২৫ নভেম্বর ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের পাইপ লাইনে কর্মরত ৩ শ্রমিকে চাপা দিয়ে মারলো লরি গাড়ি। এতে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শফিক (৪৫), মো. আলম (৫০) ও মো. মাসুক (৩০)। এই ঘটনায় আহত হয়েছেন মো. মাজেদ (৩৫)। 

প্রত্যক্ষদর্শীর পাইপ লাইনে কর্মরত শ্রমিক মো. সোহেল রানা জানান, তারা সবাই নাস্তা করে কাজে যাচ্ছিলেন। নিহতরা মহাসড়কে তাদের থেকে কিছু দূরে ছিলেন। পেছন থেকে একটি লরি গাড়ি এসে ধাক্কা দিলে সড়কে তাদের ৩ জনের মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাড়ির চালক ঘুমে ছিলেন। না হলে এমন দুর্ঘটনা হতোনা বলে জানান তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, লরি গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের লাশ থানা আছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি