ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৪, ২৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৫৫, ২৫ নভেম্বর ২০২৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকার শনিরহাট নামক স্থানে এঘটনা ঘটে। 

স্থানিয়রা জানান, সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক ও সিএনজিতে থাকা ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজিতে থাকা একই পরিবারের ৩ সদস্যকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতরা হলেন, সিএনজি চালক সাইফুল ইসলাম ও আহত আকরাম হোসেনের শিশু আনাস। 

সকালে ফুলগাজী আমজাদহাটের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনারর শিকার হন তারা।

আহতরা হলেন, আকরাম হোসেন, তার স্ত্রী জান্নাতুল মুন্নী, ছেলে হাসিম বিন আকরাম ও শ্বশুর জামাল উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি