ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ২৫ নভেম্বর ২০২৩

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় শিবচর স্টার ডিলাক্স নামে একটি পরিবহন বাসের সাথে ধাক্কা লেগে এক কিশোর বাসে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের নাম রাজ বাবু (১৪)। রাজ বাবু বেনাপোল বাজবাড়ী এলাকার মনির হোসেনের ছেলে। শনিবার সকাল ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, কাগজপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হওয়ার ঘটনার খবর এলাকার লোকজন ফোন করে আমাকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, সকাল ১২টার দিকে ওই শিশুটি  রাস্তা পার হচ্ছিল। এসম বেনাপোল থেকে ছেড়ে যাওয়া শিবচর স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় এলাকার লোকজন এক ঘন্টা রা্স্তা অবরোধ করে রাখে। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে লোকজন অবরোধ তুলে নেয়। বাসের চালককেকে আটক করা হয়েছে। নিহতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি