ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে পাইপলাইন ছিদ্র করে জ্বালানি তেল চুরি, ৪ জন গ্রেফতার 

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ২৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দিনাজপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইন ছিদ্র করে জ্বালানি তেল চুরির চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরের ফেলুসাডাঙ্গা অংশে থাকা তেলবাহি পাইপ ছিদ্র করে এই তেল চুরির চেষ্টা করা হয়। আজ শনিবার ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের বিশেজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে ছিদ্র পাইপ মেরামত করে।

পুলিশ জানায়, এই ঘটনায় ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করা হবে। গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের দুই জন লাইনম্যান জাহাঙ্গীর আলম ও মনিক শাহ এবং জমির মালিক নাজমুল হক ও পাশের টং ঘরের মালিক আমিনুল ইসলাম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি