ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী প্রচারণায় উদ্বেগ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২৫ নভেম্বর ২০২৩

বাংলাদেশে ও ভারতের যৌথ সামাজিক সাংস্কৃতিক বিনিময় সংস্থা বাংলা সংস্কৃতি বলয় এর উদ্যোগে সংস্থার সাময়িক সদর দপ্তর কুমিল্লায় একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাংলা বলয় কুমিল্লা সংসদ এর সাময়িক কমিটির আহবায়ক আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুস এর সভাপতিত্বে বিশ্বকাপ ক্রিকেট খেলার ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিকৃত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী বিদ্বেষ ও অশ্লীল ভাষায় আমাদের সবচাইতে নিকততম প্রতিবেশী মহান মুক্তিযুদ্ধের মিত্রশক্তি ভারত বিরোধী বিদ্বেষ পরিকল্পিতভাবে ছড়িয়ে, দুই দেশের মধ্যকার আর্থসামাজিক সাংস্কৃতিক সম্প্রতি বিনষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ।  

উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির মহাসচিব সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী মাহাতাব সুমন,সহসভাপতি দীপক চন্দ্র ঘোষ,যুগ্ম মহাসচিব ড.জেসমিন বুলি,  কোষাধ্যক্ষ  মো:আল আমিন, নির্বাহী সদস্য বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম এর সভাপতি শাহ মুজিবুল হক,নির্বাহী সদস্য ক্রীড়া সংগঠক ও সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, নির্বাহী সদস্য সূবর্না চৌধুরী, নির্বাহী সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ,নির্বাহী  সদস্য ফয়সাল আহমেদ অনন্ত,দপ্তর সম্পাদক রেজওয়ানুল কবির সুমন,কুমিল্লা সংসদ এর সদস্য অধ্যাপক শাহীন শাহ,অধ্যাপক শরীফা বেগম, কবি হালিম আব্দুল্লাহ,গ্রাম থিয়েটার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এজহারুল হক মিজান,বাউল রাসেল দেওয়ান,সংগীত শিল্পী কমল চন্দ্র দাস,সংগীত শিল্পী  জ্যোতি সূত্রধর,নীহারিকা দাস,ডা.সূবর্না মজুমদার,সাজিয়া আফরিন,নারী উদোক্তা অনামিকা চক্রবর্তী, সাহিদা আক্তার পপি, প্রিয়াঙ্কা ভৌমিক,সংস্কৃতিজন নেলী দত্ত,মুক্তিযুদ্ধ গবেষক প্রভাষক তাসনোভা জেরিন,উদোক্তা রাইয়ানুল জান্নাত রোজা,নাট্যকর্মী সানজিদা রোমানা,নাট্যকর্মী হূরে জান্নাত আলো,সাইক্লিস্ট মাহমুদুল হাসান ইফাজ সহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিরা। 

বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্বকমিটির যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত সকলে আমাদের জাতীয় জীবনের সবচাইতে গৌরবজনক অধ্যায় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবিস্মরণীয় ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অযথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী বিকৃত প্রচারণা বন্ধের ব্যাপারে সাইবার সিকিউরিটি সেল সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা কামনা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি