ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এইচএসসিতে ফের দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা কলেজ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২৬ নভেম্বর ২০২৩

এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারও দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ১০৪৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯৯ শিক্ষার্থী।

রোববার সকালে পরীক্ষার ফল ঘোষণার পর থেকে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আনন্দে নেচে গেয়ে দেশ সেরা ফলাফল উদযাপন করেন তারা।

এবছর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৬৭৩ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৬ জন এবং মানবিক শাখায় ২৬০ জন সর্বমোট ১০৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

শতভাগ পাসসহ বিজ্ঞান শাখায় ৬৬৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৫৭ জন ও মানবিক শাখায় ২২৪ জন সর্বমোট ১০৪৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। আগামী এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে দুর্ভাগ্যবশত মানবিক শাখার একজন মেধাবী শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় পথিমধ্যে ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি