ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিএনপি এলে সিডিউল পরিবর্তন করা হবে: ইসি আলমগীর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৫১, ২৭ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমরা যে সিডিউল ঘোষণা করেছি প্রয়োজনে তা রিসিডিউল ঘোষণা করতেও সম্মত আছি।

সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ইসি আলমগীর বলেন, আমরা চাই সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে সংবিধানের যে কার্ট অব ডেট আছে তার মধ্যেই তারিখগুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হবে। আমরা বিএনপিকে নির্বাচনে আসার জন্য সব সময়ই স্বাগত জানাই। তারা নির্বাচনে আসলে সব রকমের সহযোগিতা করা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার সকল থানার ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি