ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাগেরহাট জেলার রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার রাত ৯টার দিকে রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে থাকা এ বাসটিতে আগুন দেয়া হয়। 

আগুনে বাসের সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় জনগণ ও নিকটবর্তী পুলিশ সদস্যরা আগুন নেভাতে শুরু করলেও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক।

কে বা কারা, কি উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে পুলিশ কাজ শুরু করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি