ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন, দগ্ধ হেলপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ২৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকে থাকা হেলপার দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত দশটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার বস্তলের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ২০ বছর বয়সী মোহাম্মদ সায়মনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের মদনপুর-গাজিপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডায় রাত দশটার দিকে দুর্বৃত্তরা ওই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের সামনের দিকে থাকা হেলপার সায়মন আহত হন। 

স্থানীরা তাকে উদ্ধার করে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভালে সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, হেলপার সায়মনের হাতের অংশ পুড়ে গেছে। ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তদের শনাক্তে করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। 

পাশাপাশি যানচলাচল স্বাভাবিক রাখতে  সড়ক থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সড়িয়ে নেয়া হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি