ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই সাত দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ৩০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে আগুনে সাতটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলো হচ্ছে নব তরুণ পাঠাগার, মামুন কনফেকশনারি, ছোটনের মুদি দোকান, জহিরের চা দোকান, তিনটি গোডাউন ও নব তরুণ পাঠাগারসহ মোট সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুল আলম বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি