মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ১০:৫৩, ৩০ নভেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে মো. জুয়েল (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের নতুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
ওই রাতে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত মো. জুয়েল উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, পূর্ব ঝগড়া নিয়ে জুয়েলকে কুপিয়েছে। কয়েকজন লোকের সঙ্গে কথা কাটাকাটি হয় জুয়েলের। পরে তারা ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
নিহত জুয়েলের বাবা আলমগীর বলেন, ‘আমার ছেলের সাথে অনেক আগে ঝগড়া হইছে। তার জের ধরে রাতে একা পেয়ে ইউনুছ, রিয়াজ ও ফারুক এলোপাতাড়ি কুপিয়ে মেরে পেলে। জুয়েলের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুকে ও হাতে কোপানো হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন